সংবাদপত্র এবং সম্পাদক
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
» দি বেঙ্গল গেজেট বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র। » এটি ইংরেজি ভাষায় প্রথম প্রকাশিত হয় ১৭৮০ সালে। সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি । » জেমস হিকি বারবার ফোর্ট উইলিয়াম শাসনকর্তাদের দুর্নীতি ও অপসারণের বিরুদ্ধে লিখতে থাকলে কোম্পানি হিকির বাংলায় অবস্থানের অনুমতি রোধ করে। » ১৭৮২ সালে হিকি পত্রিকা বন্ধ করে বাংলা ত্যাগ করেন।
»
» বেঙ্গল গেজেট বাঙালি কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। » এর সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। » ১৮১৮ সালের মে মাসে শ্রীরামপুর মিশনারীদের সমাচার দর্পণের প্রায় সমসাময়িক সময়ে এটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়। » এখন পর্যন্ত বেঙ্গল গেজেট এর কোন সংখ্যা পাওয়া যায়নি। » তাই এর সঠিক যাত্রাকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
» দিকদর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা। » শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কর্তৃক প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক পত্রিকাটি সম্পাদিত হয়। » এটি ছিল মাসিক পত্রিকা। » দিকদর্শনের প্রথম সংখ্যাটি ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশ হয়। » দিকদর্শন সর্বমোট ২৬ টি বাংলা সংস্করণ এবং ১৬ টি করে ইংরেজি ও বাংলা উভয় সংস্করণ প্রকাশিত হয়। » দিকদর্শন সংবাদ নয়, বরং ইতিহাস, সাহিত্য, ভূগোল ও বিজ্ঞান বিষয়াবলী আলোচিত হতো।
» সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র বলতে সমাচার দর্পণকেই বোঝানো হয়ে থাকে। » কেননা সংবাদ পরিবেশন এই পত্রিকাতেই প্রথম শুরু হয়। » শ্রীরামপুর মিশনারী দ্বারা সাপ্তাহিক সমাচার পত্র হিসেবে জে.সি. মার্শম্যানের সম্পাদনায় ১৮১৮ সালের ২৩ মে সমাচার দর্পণ প্রকাশিত হয়। » শ্রীরামপুর মিশন হতে প্রকাশিত এটি দ্বিতীয় পত্রিকা। » এর মাসখানেক আগে একই ব্যক্তির সম্পাদনায় দিকদর্শন মাসিকপত্র প্রকাশিত হয়েছিল। » সমাচার দর্পণ প্রতি শনিবার প্রকাশিত হতো। » ২২ বছরের অধিক সময় ধরে পত্রিকাটি প্রকাশিত হয়।
» বঙ্গদর্শন একটি মাসিক সাহিত্য পত্রিকা। » ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়। » পত্রিকাটি ১৮৭৬ সালে পর্যন্ত মাত্র চার বছর চালু ছিল। » বঙ্গদর্শনকে তৎকালীন শিক্ষিত সমাজের মুখপাত্র বলা হতো। » এর মাধ্যমে বাঙালি জাতির আধুনিক চিন্তা ও মনন এর প্রকাশ ঘটে। » বঙ্কিমচন্দ্রের ধর্ম ও সাম্যবিষয়ক চিন্তা এই পত্রিকায়ই প্রকাশিত হয়। » বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সংগীত বন্দে মাতোরম এই পত্রিকায় প্রথম মুদ্রিত হয়। » ২০০০ থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষান্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।
» সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা। » ১৮৫৮ সালের ১৫ নভেম্বর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ কর্তৃক এর প্রকাশনা শুরু হয়। » ১৮৮২-১৮৮৩ সাল পর্যন্ত এটি প্রকাশিত হয়। » সোমপ্রকাশ পরিকল্পনাকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। » বাংলাভাষায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের মধ্যে সোমপ্রকাশ প্রথম রাজনৈতিক বিষয়ে খোলাখুলি আলোচনার সুযোগ ঘটায়। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকাটিতে নিয়মিত নিবন্ধ লেখা হতো।
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Copyright © Sabyasachi Bairagi |