» মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী তাঁর সভাপতিত্বে ২৫ জানুয়ারী, ২০১০ খ্রি. তারিখে অনুষ্ঠিত নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগকে বিভক্ত করে গত ৯ মার্চ, ২০১০ খ্রি. তারিখে বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের ৮টি জেলা (রংপুর, দিনাজপুর, নীলফামারী , গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাও, কুড়িগ্রাম ও পঞ্চগড় ) নিয়ে রংপুর বিভাগ সৃজন সংক্রান্ত সরকারী প্রজ্ঞাপন জারী হয়।
» ১৬,৩২০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ বিভাগে সংসদীয় নির্বাচনী এলাকা ৩৩টি, পৌরসভা ৩১টি, উপজেলা ৫৮টি, ইউনিয়ন ৫৩৯টি, গ্রামে ৯,০৫০টি এবং মৌজার সংখ্যা ৬,৫২৩টি। » গত একযুগ দেশের দারিদ্র নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মঙ্গাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দেশের উত্তরাঞ্চলের এ জনপদ।
|
(ক) লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। » ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। » এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। » সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। » কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর।
(খ) অপর একটি প্রচলিত ধারনা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। » প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর নামটি আসে। (গ) রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । » ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউএই জেলাকে যমপুর বলেও ডাকত। » তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটিছিল। » তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। » জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর।
|
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান
¤ তিস্তা
¤ ঘাঘট
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান
¤ তাজহাট জমিদার বাড়ী
¤ টেপার জমিদার বাড়ী
¤ জেলা পরিষদ ভবন
¤ রংপুর চিড়িয়াখানা
¤ কারমাইকেল কলেজ
¤ ভিন্ন জগত
¤ বখতিয়ার মসজিদ
¤ বড়বিল মসজিদ
¤ চন্ডিপুর মসজিদ
¤ ফুলচৌকি মসজিদ
¤ মিঠাপুকুর মসজিদ
¤ কেরামতিয়া মসজিদ
¤ লালদিঘী মসজিদ
¤ মহীপুর মসজিদ,
¤ ভাংনী মসজিদ
¤ ডিমলা কালি মন্দির
¤ ত্রিবিগ্রহ মন্দির
¤ জমিদার অজিত রায়ের জমিদার বাড়ী
¤ ইটাকুমারী জমিদার বাড়ী
¤ দেয়ান বাড়ী জমিদারবাড়ী-ফনিভূষন মজুমদারের জমিদার বাড়ী
¤ পীরগাছা জমিদার বাড়ী
¤ পায়রাবন্দ জমিদার বাড়ী
¤ রাজবাড়ী
¤ চন্ডীপুর মসজিদ
¤ কারমাইকেল কলেজ
¤ তিস্তা বাঁধ প্রকল্প
¤ পায়রাবন্দ বেগম রোকেয়ার বাড়ি
¤ মন্থনার জমিদার বাড়ি
¤ কেরামতিয়া মসজিদ
¤ রংপুর জাদুঘর
¤ মাওলানা কেরামতিয়া জৈনপুরীর মাজার
|