logo
the biggest site of
General Knowledge
for knowledge seekers

বাংলা সাহিত্যের যুগ বিভাগ
The Era of Bengali Literature

» আজ থেকে হাজার বছরেরও বেশি কাল আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথচলা। » ইতিহাস পাঠের সুবিধার্থে এই দীর্ঘ সময়কালকে সাধারণভাবে তিন ভাগে ভাগে করা হয়। » প্রাচীন, মধ্য ও আধুনিক। অবশ্য এ বিষয়ে পণ্ডিতগণের মতানৈক্য প্রচুর।
» সাধারণভাবে দুটি ঘটনাকে কেন্দ্রে রেখে এই ত্রিধাবিভক্ত ইতিহাস নির্ধারিত হয়েছিল। » একটি হল ১২০৪ সালে সংঘটিত ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী বঙ্গবিজয়, অন্যটি হল ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। » প্রথম ঘটনাটি মধ্যযুগের এবং দ্বিতীয় ঘটনাটি আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত হয়।
» দীনেশচন্দ্র সেনের 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ প্রয়াস। » তিনি বাংলা সাহিত্যের যুগবিভাগ করেছেন এভাবে। » ১. হিন্দু-বৌদ্ধ যুগ (৮০০ খ্রি.-১২০০ খ্রি.), ২. গৌড়ীয় যুগ বা চৈতন্যপূর্ব যুগ, ৩. চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ, ৪. সংস্কার যুগ এবং ৫. কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ।
» ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় সুবিখ্যাত গ্রন্থটির নাম Origin and Development of Bengali Language (ODBL). তাঁর যুগবিভাগটি নিম্নরূপ। » ১. প্রাচীন বা মুসলমানপূর্ব যুগ (৯৫০ খ্রি.-১২০০ খ্রি.) ২. তুর্কি বিজয়ের যুগ (১২০০ খ্রি.-১৩০০ খ্রি.), ৩. আদি মধ্যযুগ বা প্রাকচৈতন্য যুগ (১৩০০ খ্রি.-১৫০০ খ্রি.), ৪. অন্ত্য মধ্যযুগ (১৫০০ খ্রি.-১৮০০ খ্রি.)। ৫. আধুনিক যুগ (১৮০০ খ্রি. থেকে বার্তমান পর্যন্ত)।
» ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে দুই ভাগে ভাগ করেছেন ১. পাঠান আমল (১২০১ খ্রি.-১৫৭৬ খ্রি.) এবং ২. মুঘল আমল (১৫৭৭ খ্রি.-১৮০০ খ্রি.)।
» ভাষাতাত্ত্বিকদের পর্যালোচনা অনুযায়ী বাংলা সাহিত্যকে তিনটি বৈশিষ্ট্যমণ্ডিত পর্যায়ে বিভক্ত করা যায়। ১. প্রাচীন যুগ (৬৫০ খ্রি.-১২০০ খ্রি.), ২. মধ্য যুগ (১২০১ খ্রি.-১৮০০ খ্রি.) এবং ৩. আধুনিক যুগ (১৮০১ খ্রি.- বর্তমান সময় পর্যন্ত)।
  ¤ প্রশ্নঃ সর্বপ্রথম বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেন কে? **
  » উত্তরঃ দিনেশচন্দ্র সেন।
   
  ¤ প্রশ্নঃ দীনেশচন্দ্র সেনের রচিত গ্রন্থের নাম কী? ***
  » উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য। এটিই বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ প্রয়াস।
   
  ¤ প্রশ্নঃ দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কী কী? *
  » উত্তরঃ ৫ (পাঁচ) ভাগে। যথা-
  » ১। হিন্দু-বৌদ্ধ যুগ (৮০০ খ্রিঃ থেকে ১২০০ খ্রিঃ),
  » ২। গৌড়ীয় যুগ বা চৈতন্যপূর্ব যুগ,
  » ৩। চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ,
  » ৪। সংস্কার যুগ এবং
  » ৫। কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ।
   
  ¤ প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস সম্মন্ধে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থটির নাম কী? ***
  » উত্তরঃ ODBL= Origin and Development of Bengali Language.
   
  ¤ প্রশ্নঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং কী কী? *
  » উত্তরঃ ৫ (পাঁচ) ভাগে। যথা-
  » ১। প্রাচীন বা মুসলমানপূর্ব যুগ (৯৫০ খ্রিঃ - ১২০০ খ্রিঃ),
  » ২। তুর্কি বিজয়ের যুগ (১২০০ খ্রিঃ - ১৩০০ খ্রিঃ),
  » ৩। আদি মধ্যযুগ বা প্রাকচৈতন্য যুগ (১৩০০ খ্রিঃ - ১৫০০ খ্রিঃ),
  » ৪। অন্ত্য মধ্যযুগ (১৫০০ খ্রিঃ - ১৮০০ খ্রিঃ) এবং
  » ৫। আধুনিক যুগ (১৮০০ খ্রিঃ থেকে বর্তমান পর্যন্ত)।
   
  ¤ প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কী কী?
  » উত্তরঃ ২ (দুই) ভাগে। যথা-
  » ১। পাঠান আমল (১২০১ খ্রিঃ - ১৫৭৬ খ্রিঃ) এবং
  » ২। মুঘল আমল (১৫৭৭ খ্রিঃ - ১৮০০ খ্রিঃ)।
   
  ¤ প্রশ্নঃ ভাষাতাত্ত্বিকদের পর্যালোচনার প্রেখিতে বাংলা সাহিত্যেকে কয়টি বৈশিষ্ট্যমণ্ডিত পর্যায়ে ভাগ করা যায়? ***
  » উত্তরঃ ৩ (তিন) টি। যথা-
  » ১। প্রাচীন যুগ (৬৫০ খ্রিঃ - ১২০০ খ্রিঃ),
  » ২। মধ্য যুগ (১২০১ খ্রিঃ - ১৮০০ খ্রিঃ) এবং
  » ৩। আধুনিক যুগ (১৮০০ খ্রিঃ থেকে বর্তমান পর্যন্ত)।
   
  ¤ প্রশ্নঃ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে? ***
  » উত্তরঃ (১২০০ খ্রিঃ - ১৩৫০ খ্রিঃ) পর্যন্ত এই ১৫০ বছরকে।
   
  ¤ প্রশ্নঃ মধ্য যুগকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?
  » উত্তরঃ ৩ তিন ভাগে। যথা-
  » ১। চৈতন্য পূর্ববর্তী যুগ (১৩৫১ খ্রিঃ - ১৫০০ খ্রিঃ),
  » ২। চৈতন্য যুগ (১৫০১ খ্রিঃ - ১৬০০ খ্রিঃ) এবং
  » ৩। চৈতন্য পরবর্তী যুগ (১৬০১ খ্রিঃ - ১৮০০ খ্রিঃ)।
   
  ¤ প্রশ্নঃ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? ***
  » উত্তরঃ চর্যাপদ।
   
  ¤ প্রশ্নঃ মধ্য যুগের প্রথম নিদর্শন কী? ***
  » উত্তরঃ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন।
   
  ¤ প্রশ্নঃ কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় এবং কেন? ***
  » উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে (১৮১২ - ১৮৫৯)।
  » তাঁর আবির্ভাব মধ্যযুগের শেষে এবং আধুনিক যুগের শুরুর পর্যায়ে এবং তাঁর কবিতায় দুই যুগেরই সমন্বয় লক্ষ করা যায় তাই।
   
  ¤ প্রশ্নঃ ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কখন বাংলা আক্রমন করেন? ***
  » উত্তরঃ ১২০৪ খ্রিষ্টাব্দ।
   
  ¤ প্রশ্নঃ ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কাকে পরাজিত করে বাংলা অধিকার করেন? ***
  » উত্তরঃ সেন বংশের রক্ষ্মণ সেনকে।
   
  ¤ প্রশ্নঃ ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজীর চেহারা কেমন ছিল?
  » উত্তরঃ আকারে খাটো, লম্বা হাত এবং কুৎসিত চেহারার অধিকারী।
   
  ¤ প্রশ্নঃ ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত জন ছাত্র্র ও শিক্ষকে হত্যা করেন? *
  » উত্তরঃ ২০০০ শিক্ষক ও ১০,০০০ ছাত্রকে হত্যা করেন এবং লাইব্রারিতেও আগুন দেন যা ৬ (ছয়) মাস ধরে জ্বলে।
   
  ¤ প্রশ্নঃ কখন, কোথায় এবং কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ***
  » উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দের, ৪ মে কলকাতার লালবাজারে লর্ড ওয়েলেসলি কর্তৃক ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
Copyright © Sabyasachi Bairagi