বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্নত্তর
|
|
Back | New Questions নতুন প্রশ্নের জন্য New Questions বাটনে ক্লিক করুন। | |
» | মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের জনক। তাঁর ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থে ১০২টি সনেট সন্নিবেশিত হয়েছে। |
» | বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ইতালিয় রেনেসাঁর সন্ধিক্ষণে চতুর্দশ শতকে কবি পেত্রাক সনেটের উদ্ভাবক। |
» | কাজী নজরুল ইসলাম তাঁর আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য কারারুদ্ধ হন এবং ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। প্রলয়োল্লাস ও বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা। ‘প্রলয় শিখা’ গ্রন্থের জন্য কবির ৬ সাম কারাদণ্ড হয়েছিল। |
» | ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। এর সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ এবং ১৮৩২ সালে ‘সংবাদ রত্নাবলী’ প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়। |
» | ১৮০০ খ্রিস্টাব্দে ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়। উইলিয়াম কেরি ছিলেন বাংলা বিভাগের অধ্যক্ষ। |
» | লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। দৌলত কাজীর জীবনকাল আনুমানিক ১৬০০-১৬৩৮। |
» | বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ইতালিয় রেনেসাঁর সন্ধিক্ষণে চতুর্দশ শতকে কবি পেত্রাক সনেটের উদ্ভাবক। |
» | ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) রচিত গ্রন্থ ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’, বাংলা সাহিত্যের কথা’ ও ‘ভাষা ও সাহিত্য’। তাঁর ব্যাকরণ বিষয়ক গ্রন্থটির নাম ‘বাঙ্গালা ব্যাকরণ’। |
» | ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। এর সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ এবং ১৮৩২ সালে ‘সংবাদ রত্নাবলী’ প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়। |
» | ‘চিলেকোঠার সিপাই’ আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। |
» | ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরীর সংস্কৃত ‘সিংহাসনদ্বাত্রিংশিকা’ থেকে বাংলায় ‘বত্রিশ সিংহাসন’ অনুবাদ করেন। এটি একটি লোককথা। ইতিহাসের কাল্পনিক চরিত্র বিক্রমাদিত্যের সিংহাসনের চারদিকে আবৃত ৩২ টি পুতুলের মুখ দিয়ে বলা কাহিনী এর বিষয়বস্তু। |
» | কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল ‘লাঙ্গল’, ‘ধূমকেতু’ ও ‘নবযুগ’। |
» | বাংলা ছন্দ মূলত তিন প্রকারের- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। অন্ত্যমিল ছাড়া প্রবহমান পয়ারকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রবর্তক। অমিত্রাক্ষরে ভাবের প্রবহমানতা থাকে এবং চরণ শেষে অন্ত্যমিল থাকে না। |
» | ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরীর সংস্কৃত ‘সিংহাসনদ্বাত্রিংশিকা’ থেকে বাংলায় ‘বত্রিশ সিংহাসন’ অনুবাদ করেন। এটি একটি লোককথা। ইতিহাসের কাল্পনিক চরিত্র বিক্রমাদিত্যের সিংহাসনের চারদিকে আবৃত ৩২ টি পুতুলের মুখ দিয়ে বলা কাহিনী এর বিষয়বস্তু। |
» | ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ সংগ্রহ করেন। তাঁর সম্পাদনায় চর্যাপদ ১৯১৬ সালে প্রকাশিত হয়। |
New Questions | |
Copyright © Sabyasachi Bairagi
|