রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান
|
|||
» রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ মে, ১৮৬১ খ্রি. (২৫ বৈশাখ, ১২৬৮)। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। » পিতার জমিদারী দেখাশোনার জন্য তিনি বাংলাদেশের শাহজাদপুর, শিলাইদহ ও পতিসর গমন করেন। » নোবেল পুরস্কারের অর্থ ব্যয়ে তিনি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করে কৃষি ব্যাংকের সূত্রপাত ঘটান। » রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হল 'করুণা'। » তিনি ১৮৯১ সালে 'সাধনা' নামে একটি মাসিকপত্র প্রকাশ করেন। » তিনি ভানুসিংহ ঠাকুর ছদ্মনাম ব্যবহার করেন।
» রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' নামক ইংরেজিতে অনূদিত কবিতা সংকলনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। » গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় ১৯১০ সালে। » গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ নিজেই। » গীতাঞ্জলির অনুবাদের নাম দেয়া হয় Song Offerings. গীতাঞ্জলির ভূমিকা লিখে দেন W.B. Yeats. রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি লাভ করেন ১৯১৮ সালে। » ১৯১৯ সালে পাঞ্জাবের 'জালিয়ানওয়ালাবাগ' হত্যাকাণ্ডের প্রতিবাদে 'নাইট' উপাধি পরিত্যাগ করেন। » রবীন্দ্রনাথ ঠাকুর ৭ আগস্ট, ১৯৪১ খ্রি. (২২ শ্রাবণ, ১৩৪৮) মৃত্যুবরণ করেন।
|
|||
রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে প্রশ্ন | উত্তর | ||
» |
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে? ** | : |
সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি। |
» |
বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম? * | : |
২য় (প্রথম বঙ্গবন্ধু ) |
» |
রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার? *** | : |
২বার । ১৮৯৮ ও ১৯২৬। |
» |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন? | : |
১৯২৬সালে |
» |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বকতৃতার নাম কি? | : |
The Meaning of Art |
» |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বকতৃতার নাম কি? | : |
The Rule of the Giant |
» |
রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয়? *** | : |
১৯৩৬সালে |
» |
আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল? | : |
১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা |
» |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল? | : |
বাসন্তিকা (প্রথম পঙক্তি) এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। ) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল? *** | : |
৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর বর্মণ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ, বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা, শ্রীমতি মধ্যমা। |
» |
কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ? * | : |
রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে) |
» |
বঙ্গভঙ্গ বিক্ষোভ প্রামান্য চিত্রের পরিচালক কে? | : |
রবীন্দ্রনাথ |
» |
১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি? ** | : |
সোনার তরী |
» |
লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন? | : |
রবীন্দ্রনাথ (২৯৮টি) |
» |
রবীন্দ্রনাথের চৈনিক নাম কি? | : |
চু চেন তান |
» |
রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয়? *** | : |
১৯৩৬ সালে |
» |
রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয়? *** | : |
১৯৪০ সালে |
» |
রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয়? ** | : |
১৯১৩ সালে |
» |
রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন? *** | : |
শেষ বয়সের প্রিয়া। |
» |
আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন? *** | : |
ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উতসর্গ করেন পূরবী কাব্য) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উতসর্গ করেন? *** | : |
তাসের দেশ |
» |
"আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর পঙক্তিটি কার? *** | : |
রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ). |
» |
শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে? * | : |
১৯০১সালে । কলকাতার অদূরে বোলপুরে। |
» |
হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উতসবের সূচনা করেন? | : |
রাখিবন্ধন। |
» |
ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী উক্তিটি কার? * | : |
রবীন্দ্রনাথের। |
» |
রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি? *** | : |
সঞ্চয়িতা |
» |
রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উতসর্গ করেন? *** | : |
বসন্ত (গীতিনাট্য) নজরুল রবীকে- সঞ্চিতা |
» |
রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন? | : |
১৩টি। |
» |
রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল? | : |
পিরালি ব্রাহ্মণ |
» |
পারিবারিক উপাধী? | : |
কুশারী |
» |
রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র। | : |
গীতাঞ্জলি প্রকাশ হয় ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত ১৯১২সালে. |
» |
গীতাঞ্জলি‘র ভূমিকা লেখেন? *** | : |
ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস |
» |
১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান? ** | : |
‘বাংলার মাটি বাংলার জল।’ |
» |
আমার সোনার বাংলা- রচনা করেন? ** | : |
গগণ হরকরার সুরের অনুকরণে। |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস? *** | : |
করুণা, ১৮৭৭-৭৮ |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? *** | : |
কবিকাহিনী (১৮৭৮) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য? *** | : |
বাল্মীকি প্রতিভা (১৮৮১) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ? *** | : |
ইউরোপ প্রবাসীর পত্র (১৮৮২) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস? *** | : |
বৌঠাকুরাণীর হাট ( ১৮৮৩) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ? *** | : |
বিবিধ প্রসঙ্গ (১৮৮৩) |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস? ** | : |
চোখের বালি |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম? *** | : |
জীবন স্মৃতি ও ছেলেবেলা |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম? * | : |
শব্দতত্ত্ব |
» |
প্রথম ছোট গল্প? *** | : |
ভিখারিনী |
» |
প্রথম উপন্যাস? *** | : |
করুণা |
» |
কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উতসর্গ করেন? | : |
চার অধ্যায় |
» |
রবীন্দ্রনাথ নাইট উপাধি পান? *** | : |
১৯১৫ সালে । ত্যাগ করেন ১৯১৯ সালৈ। |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন? *** | : |
মহাত্ম গান্ধী |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন? *** | : |
বহ্মবান্ধব উপাধ্যায় |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন *** | : |
ক্ষিতিমোহন সেন। |
» |
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন? | : |
চীনা কবি চি-সি-লিজন। |
» |
শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়? * | : |
২৪ মার্চ, ২০০৪ সালে। |
» |
বাংলা ছোটগল্পের জনক বলা? | : |
রবীন্দ্রনাথ ঠাকুরকে। |
» |
রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে? | : |
ব্রাজিল |
» |
রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে | : |
চীন । |
» |
বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে? | : |
৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে। |
» |
রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন? | : |
চয়নিকা |
» |
রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয়? | : |
বালক পত্রিকা |
» |
রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি? | : |
১ টি কাব্য গ্রন্থ |
» |
গীতাঞ্জলি কয়টি গানের সংকলন? *** | : |
(১৫৭ ) টি |
» |
রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী? | : |
নষ্টনীড় |
» |
রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপ্পনাসধরমি? | : |
“চতুরঙ্গ” |
» |
“চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস? | : |
রাজনৈতিক |
» |
রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ? | : |
মুক্তধারা |
» |
“কালান্তর” রবীন্দ্রনাথ এর কি? | : |
ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন |
» |
রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি? | : |
সভ্যতার ছোটগল্প সঙ্কট। |
» |
রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত? *** | : |
বিশ্ব পরিচয় |
» |
রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি? | : |
১ টি কৌতুক নাটক । |
» |
রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি? *** | : |
জীবনস্মৃতি |
» |
রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কন ধর্মের কাহিনী? | : |
বুদ্ধ ধর্ম |
» |
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এটা কোন গদ্যরচনা এর লাইন | : |
সভ্যতার সংকট |
» |
ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার? *** | : |
ভাতিজি ইন্দিরা দেবী |
» |
“পঞ্চভূত” রবীন্দ্রনাথ এর কি? | : |
প্রবন্ধ গ্রন্থ |
Copyright © Sabyasachi Bairagi
|