Biggest and Longest Rivers of Bangladesh
|
|||||||||||||||||||||||||||||||||||||||
» নদীমাতৃক বাংলাদেশে শাখা-প্রশাখাসহ বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ২৩০টি। » বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা (৩৯৯ কিমি), দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা (৩৬৬ কিমি)। » বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র (বাংলাদেশের একমাত্র নদ ব্রহ্মপুত্র)। » বাংলাদেশের প্রশস্ত নদী যমুনা যা ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। » ১৮৭৪ সালে ব্রহ্মপুত্র নদের প্রধান স্র্রোতের গতির পরিবর্তিত হয়ে যমুনার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে।
» নাগা-মণিপুর জলবিভাজিকার দক্ষিণ ঢালে উৎপন্ন হয়ে আসামের বরাক নদী সিলেট সীমান্তে দু'শাখায় (সুরমা ও কুশিয়ারা) বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। » উত্তরের শাখা সুরমা নদী ছাতক, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। » দক্ষিণের শাখা কুশিয়ারা নামে প্রবাহিত হয়ে কাকুরিয়ার সুরমার সাথে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। » কালনী নদী ভৈরববাজারের নিকট মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। » এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নাব্য নদী। » মনু, তিতাস, গোমতী, বাউলাই মেঘনার উপনদী। » কর্ণফুলী চট্টগ্রাম অঞ্চলের মূল নদী। » এর উৎপত্তিস্থল মিজোরামের (ভারত) লুসাই পাহাড়। » নদীটি উচ্ছল এবং এর দৈর্ঘ্য ১৬০ কিমি। » কাপ্তাই নামক স্থানে নদীটির উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। » কাসালং, হালদা, বোয়ালখালী নদী কর্ণফুলীর উপনদী।
|
|||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||
Copyright © Sabyasachi Bairagi
|