logo
the biggest site of
General Knowledge
for knowledge seekers

আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী
Identical or Cross-Border River

» বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী ৫৮ টি। » ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী ৫৫ টি এবং মায়ানমার-বাংলাদেশের মধ্যে অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী ৩ টি (নাফ, সাঙ্গু ও মাতামুহুরী)। » বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদীর সংখ্যা ১ টি (কুলিখ)। » বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো হলো আত্রাই, মহানন্দা (পুনর্ভবা, টাঙ্গন)। » ধরলা ও দুধকুমার নদী দুইটি ভুটান, ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। » ব্রহ্মপুত্র নদ ভুটান, ভারত, চীন ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত। » গঙ্গা নদী নেপাল, ভারত, চীন ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত।
» বাংলাদেশের অভ্যন্তরে (জলসীমায়) উৎপত্তি ও সমাপ্ত নদী ২ টি (সাঙ্গু ও হালদা)। » যৌথ নদী প্রবাহ সুরমা-মেঘনা এর দৈর্ঘ্য ৬৭০ কিমি, ধন-বৌলাই-ঘোড়াউত্রা এর দৈর্ঘ্য ২৩৫ কিমি, দোনাই-চালকাটা-যমুনেশ্বরী-করতোয়া এর দৈর্ঘ্য ৪৫০ কিমি, গড়াই-মধুমতি-বলেশ্বর এর দৈর্ঘ্য ৩৭০ কিমি, করতোয়া-আত্রাই-গুর-গুমানি-হুরাসাগর এর দৈর্ঘ্য ৫৯৭ কিমি, ছোট ফেনী-ডাকাতিয়া এর দৈর্ঘ্য ১৯৫ কিমি, রূপসা-পশুর এর দৈর্ঘ্য ১৪১ কিমি, গঙ্গা-পদ্মা এর দৈর্ঘ্য ৩১৫ কিমি বতনা-খোলপটুয়া এর দৈর্ঘ্য ১৯১ কিমি। » নিম্নে ৫৮ টি অভিন্ন বা আন্তঃসীমান্ত নদীর তালিকা প্রদান করা হলো।
নদী
সীমান্তবর্তী জেলা
১. রায়মঙ্গল
:
সাতক্ষীরা
২. ইছামতি-কালিন্দী
:
সাতক্ষীরা
৩. বেতনা-কোদালিয়া
:
যশোর
৪. ভৈরব-কপোতাক্ষ **
:
মেহেরপুর
৫. মাথাভাঙা ***
:
কুষ্টিয়া, মেহেরপুর
৬. গঙ্গা **
:
নবাবগঞ্জ
৭. পাগলা
:
নবাবগঞ্জ
৮. আত্রাই **
:
দিনাজপুর ও নওগাঁ
৯. পুনর্ভবা**
:
দিনাজপুর ও নওগাঁ
১০. তেঁতুলিয়া
:
দিনাজপুর
১১. টাঙন*
:
দিনাজপুর
১২. কুলিখ বা কোকিল ***
:
ঠাকুরগাঁও
১৩. নাগর
:
ঠাকুরগাঁও
১৪. মহানন্দা **
:
পঞ্চগড়
১৫. ডাহুক
:
পঞ্চগড়
১৬. করতোয়া ***
:
পঞ্চগড়
১৭. তলমা
:
পঞ্চগড়
১৮. ঘোড়ামারা
:
পঞ্চগড় ও নীলফামারী
১৯. দিওনাই-যমুনেশ্বরী
:
নীলফামারী
২০. বুড়ি-তিস্তা
:
নীলফামারী
২১. তিস্তা***
:
নীলফামারী
২২. ধরলা**
:
লালমনিরহাট
২৩. দুধকুমার **
:
কুড়িগ্রাম
২৪. ব্রহ্মপুত্র***
:
কুড়িগ্রাম
২৫. জিঞ্জিরাম ***
:
কুড়িগ্রাম
২৬. চিল্লাখালি
:
শেরপুর
২৭. ভোগাই
:
শেরপুর
২৮. নিতাই
:
ময়মনসিংহ
২৯. সোমেশ্বরী
:
নেত্রকোনা
৩০. যদুকাটা
:
সুনামগঞ্জ
৩১. দামালিয়া / যাদুখালী
:
সুনামগঞ্জ
৩২. নোয়াগাঙ
:
সুনামগঞ্জ
৩৩. উমিয়াম
:
সুনামগঞ্জ
৩৪. ধরলা **
:
সিলেট
৩৫. পিয়াইন
:
সিলেট
৩৬. শারি-গোয়াইন
:
সিলেট
৩৭. সুরমা ***
:
সিলেট
৩৮. কুশিয়ারা **
:
সিলেট
৩৯. সোনাই-বারদল
:
সিলেট
৪০. জুরি
:
মৌলভীবাজার
৪১. মনু
:
মৌলভীবাজার
৪২. ধলাই
:
মৌলভীবাজার
৪৩. লংলা
:
মৌলভীবাজার
৪৪. খোয়াই
:
হিবগঞ্জ
৪৫. সুতাং
:
হবিগঞ্জ
৪৬. সোনাই
:
হবিগঞ্জ
৪৭. হাওড়া
:
ব্রাহ্মণবাড়িয়া
৪৮. বিজনী
:
ব্রাহ্মণবাড়িয়া
৪৯. সালদা
:
ব্রাহ্মণবাড়িয়া
৫০. গোমতী **
:
কুমিল্লা
৫১. কাকরাই-ডাকাতিয়া
:
কুমিল্লা
৫২. সিলোনিয়া
:
ফেনী
৫৩. মহুরী ***
:
ফেনী
৫৪. ফেনী
:
কাগড়াছড়ি
৫৫. কর্ণফুলী ***
:
রাঙামাটি
৫৬. সাঙ্গু
:
বান্দরবান
৫৭. মাহামুহুরী
:
বান্দরবন
৫৮. নাফ
:
টেকনাফ, কক্সবাজার
Copyright © Sabyasachi Bairagi