পত্র-পত্রিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন
|
• উপমহাদেশের প্রথম সংবাদপত্র ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’। • বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম ‘সমাচার দর্পণ’। প্রথম প্রকাশ ২৩ মে ১৮১৮। • বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র ‘দিকদর্শন’। প্রথম প্রকাশিত হয় এপ্রিল ১৮১৮ । • বাংলাদেশের ভূমি থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ‘রংপুর বার্তাবহ’। প্রকাশকাল ১৮৪৭। • ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ‘ঢাকা প্রকাশ’ প্রকাশকাল ১৮৬১ ।
|
» “আয় চলে আয়, রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিকেতু”। » প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতি প্রচারিত হয় ‘সবুজপত্র’পত্রিকায়। * » সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত ‘পূর্বাশা’ কুমিল্লা থেকে প্রকাশিত হয়। ** » ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা ‘কবিতা কুসুমাবলী (মাসিক)’, ‘ঢাকা প্রকাশ’, ‘লোকায়ত’, ‘ক্রান্তি’, ‘শিখা’, ‘আঙ্গুর’। *** » বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে ‘সবুজপত্র’ পত্রিকা।*** » রবীন্দ্রনাথ ঠাকুর মাসিক প্রবাসী পত্রিকায় সবচেয়ে বেশি লিখেছেন। * » বঙ্গীয় মুসলিম সাহিত্য সিমিতি প্রকাশিত হয় ১৮৯৯ সালে। ** » ধূমকেতুর ১২ তম সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশের জন্য ৮ নভেম্বর ১৯২২ পত্রিকার ঐ সংখ্যা নিষিদ্ধ হয়। *** » লাঙল পত্রিকার প্রথম পাতায় চণ্ডিদাসের বিখ্যাত উক্তি ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ মুদ্রিত হতো। *** » ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকা ‘শখা’। *** » ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ -এ উক্তিটি প্রতি সংখ্যায় লেখা হত ‘শিখা’ পত্রিকায়। *** » ঢাকা ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ খ্রিস্টাব্দে। *** » ‘মুসলিম সাহত্যি সমাজ’ -এর মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা। ** » বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’। ** » বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা হল ‘বাঙ্গাল গেজেট’। *** » মুসলমান সম্পাদিত ১ম সাময়িক পত্র হল ‘সমাচার সভারাজেন্দ্র’। *** » সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় ১৭৯৯ সালে। » ‘সম্বাদ কৌমুদী’ সাময়িক পত্রিকাটি ‘সমাচার দর্পণ’ পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়। ** » ‘সময় থাকিতে সাবধান, বুঝে চল বৃটিশ’ -মোসলেম জগৎ পত্রিকায় এই শিরোনামে সম্পাদিকীয় লিখে গ্রেফতার হয়েছিলেন মোহাম্মদ আবদুর রশীদ সিদ্দিকী। ** » বাংলাদেশের ১ম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থা বিডি নিউজ। ** » বাংলাদেশের প্রথম ই-নিউজ পেপার ও বার্তা সংস্থার হল ‘একাক্তর নিউজ সার্ভিস’ (ইএনএস)। ** » বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রতিষ্ঠিত হয় ১৮ আগস্ট ১৯৭৬। » জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ২০ অক্টোবর, ১৯৫৪। ** » বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। » ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ১৯৮৮ সালে যাত্রা শুরু করে। |
Copyright © Sabyasachi Bairagi
|