প্রধান প্রধান নদী ও দৈর্ঘ্য
|
||
» পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়। » নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় তাকে মোহনা বলে। » নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে তাকে উপনদী বলে। » অন্য কোথাও থেকে উৎপত্তি লাভ করে কোন দনী যখন অপর কোন নদীতে পতীত হয় তাকে শাখা নদী বলে। » শুকনা মৌসুমে নদীতে ১ লক্ষ কিউসেক লিটার পানি থাকলে তাকে নাব্য নদী বলে। » শাখা-প্রশাখাসহ বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ২৩০টি। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা (৩৯৯ কিমি), দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা (৩৬৬ কিমি)।
» বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র (বাংলাদেশের একমাত্র নদ ব্রহ্মপুত্র)। » বাংলাদেশের প্রশস্ত নদী যমুনা যা ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। » ১৮৭৪ সালে ব্রহ্মপুত্র নদের প্রধান স্র্রোতের গতির পরিবর্তিত হয়ে যমুনার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। » হিমালয়ের কুমায়ূন পর্বতগাত্র সংলগ্ন গাঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়ে ভারতের গঙ্গা নদী (২৫৮ কিমি) রাজশাহী জেলার পাশ দিয়ে পদ্মা (১২০ কিমি) নামে বাংলাদেশে প্রবেশ করেছে।
|
||
নদীর নাম | দৈর্ঘ্য (কি.মি) | প্রবাহিত এলাকা (দৈর্ঘ্য) |
০১. আড়িয়াল খাঁ নদীর দৈর্ঘ্য কত? |
১৬০ |
ফরিদপুর (১০২), বরিশাল (৫৮) |
০২. বাংশী নদীর দৈর্ঘ্য কত? |
২৩৮ |
ময়মনসিংহ (১৯৮), ঢাকা (৪০) |
০৩. বেতনা-খোলটুয়া নদীর দৈর্ঘ্য কত? |
১৯১ |
যশোর (১০৩), খুলনা (৮৮) |
০৪. ভদ্রা নদীর দৈর্ঘ্য কত? |
১৯৩ |
যশোর (৫৮), খুলনা (১৩৫) |
০৫. ভৈরব নদীর দৈর্ঘ্য কত? |
২৫০ |
যশোর, খুলনা |
০৬. ভোগাল-কংস নদীর দৈর্ঘ্য কত? |
২২৫ |
ময়মনসিংহ (২২৫) |
০৭. ব্রহ্মপুত্র-যমুনা (২০৭) |
২৭৬ |
রংপুর (১৪০), পাবনা (১৩৬) |
০৮. বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত? |
২৭ |
ঢাকা (২৭) |
০৯. চিত্রা নদীর দৈর্ঘ্য কত? |
১৭০ |
কুষ্টিয়া (১৯), যশোর (১৫১) |
১০. ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য কত? |
২০৭ |
কুমিল্লা (১৯), নোয়াখালী (২৭) |
১১. ধলেশ্বরী নদীর দৈর্ঘ্য কত? |
১৬০ |
ময়মনসিংস, ঢাকা |
১২. ধনু-বৌলাই- ঘোড়াইত্রা নদীর দৈর্ঘ্য কত? |
২৩৫ |
ময়মনসিংহ (১২৬), সিলেট (১০৯) |
১৩. দোনাই-চরলকাটা - যমুনেশ্বরী-করতোয়া নদীর দৈর্ঘ্য কত? |
৪৫০ |
রংপুর (১৯৩), বগুড়া (১৫৭), পাবনা (১০০) |
১৪. গঙ্গা (২৫৮) - পদ্মা (১২০) নদীর দৈর্ঘ্য কত? |
৩৭৪ |
রাজশাহী (১৪৫), পাবনা (৯৮), ঢাকা এবং ফরিদপুর (১৩৫) |
১৫. গড়াই-মধুমতি - বলেশ্বর নদীর দৈর্ঘ্য কত? |
৩৭১ |
কুষ্টিয়া (৩৭), ফরিদপুর (৭১), যশোর (৯২), খুলনা (১০৪), বরিশাল (৬৭) |
১৬. ঘাঘট নদীর দৈর্ঘ্য কত? |
২৩৬ |
রংপুর (২৩৬) |
১৭. করতোয়অ-আত্রাই - গুর-গুমানি-হুরসাগর নদীর দৈর্ঘ্য কত? |
৫৯৭ |
দিনাজপুর (২৫৯), রাজশাহী (২৫৮), পাবনা (৮০) |
১৮. কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত?* |
১৮০ |
পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম |
১৯. কপোতাক্ষ নদীর দৈর্ঘ্য কত? |
২৬০ |
যশোর (৮০), খুলনা (১৮০) |
২০. কুমার নদীর দৈর্ঘ্য কত? |
১৬২ |
যশোর, ফরিদপুর |
২১. কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত? |
২২৮ |
সিলেট (২২৮) |
২২. ছোট ফেনী- ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য কত? |
১৯৫ |
নোয়াখালী (৯৫), কুমিল্লা (১০০) |
২৩. লোয়ার মেঘনা নদীর দৈর্ঘ্য কত? |
১৬০ |
চাঁদপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত |
২৪. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত? |
২৮৭ |
পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম |
২৫. মাথাভাঙা নদীর দৈর্ঘ্য কত? |
১৫৬ |
রাজশাহী (১৬), কুষ্টিয়া (১৪০) |
২৬. নবগঙ্গা নদীর দৈর্ঘ্য কত? |
২৩০ |
কুষ্টিয়া (২৬), যশোর (২০৪) |
২৭. পুরাতন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? |
২৭৬ |
ময়মনসিংহ (২৭৬) |
২৮. পুনর্ভবা নদীর দৈর্ঘ্য কত? |
১৬০ |
দিনাজপুর (৮০), রাজশাহী (৮০) |
২৯. রূপসা-পসুর নদীর দৈর্ঘ্য কত? |
১৪১ |
খুলনা (১৪১) |
৩০. সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত? *** |
১৭৩ |
পার্বত্য চট্টগ্রাম (৯৩), চট্টগ্রাম |
৩১. সুরমা-মেঘনা নদীর দৈর্ঘ্য কত? |
৬৭০ |
সিলেট (২৯০), কুমিল্লা (২৩৫), বরিশাল (১৪৫) |
৩২. তিস্তা নদীর দৈর্ঘ্য কত? |
১১৫ |
রংপুর (১১৫) |
৩৩. মেঘনা নদীর দৈর্ঘ্য কত?*** |
৩৩০ |
কাকুরিয়া থেকে বঙ্গোপসাগর |
৩৪. পদ্মা নদীর দৈর্ঘ্য কত?** |
৩১৫ |
গোদাগাড়ি থেকে চাঁদপুর |
৩৫. যমুনা নদীর দৈর্ঘ্য কত? ** |
২৯১ |
নুনখাওয়া থেকে আরিচা |
৩৬. সুরমা নদীর দৈর্ঘ্য কত? *** |
২৪৫ |
অমলসিদ থেকে কাকুরিয়া |
৩৭. পুরাতন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? |
২৪০ |
দেওয়ানগঞ্জ থেকে ভৈরব |
৩৮. কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত? |
২২৮ |
অমলসিদ থেকে আকুরিয়া |
৩৯. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? |
১৬০ |
পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম |
৪০. তিস্তা নদীর দৈর্ঘ্য কত? |
১১৫ |
রংপুর (১১৫) |
৪১. নাফ নদীর দৈর্ঘ্য কত? *** |
৬৪ |
বাংলাদেশ, মিয়ানমার |
৪২. হালদা নদীর দৈর্ঘ্য কত? |
৮০.৪৫ |
চট্টগ্র্রাম |
৪৩. রূপসা-পসুর নদীর দৈর্ঘ্য কত? |
১৪১ |
খুলনা (১৪১) |
Copyright © Sabyasachi Bairagi |