logo
the biggest site of
General Knowledge
for knowledge seekers

প্রধান প্রধান নদী ও দৈর্ঘ্য
Major Rivers and Length

» পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়। » নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় তাকে মোহনা বলে। » নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে তাকে উপনদী বলে। » অন্য কোথাও থেকে উৎপত্তি লাভ করে কোন দনী যখন অপর কোন নদীতে পতীত হয় তাকে শাখা নদী বলে। » শুকনা মৌসুমে নদীতে ১ লক্ষ কিউসেক লিটার পানি থাকলে তাকে নাব্য নদী বলে। » শাখা-প্রশাখাসহ বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ২৩০টি। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা (৩৯৯ কিমি), দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা (৩৬৬ কিমি)।
» বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র (বাংলাদেশের একমাত্র নদ ব্রহ্মপুত্র)। » বাংলাদেশের প্রশস্ত নদী যমুনা যা ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। » ১৮৭৪ সালে ব্রহ্মপুত্র নদের প্রধান স্র্রোতের গতির পরিবর্তিত হয়ে যমুনার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। » হিমালয়ের কুমায়ূন পর্বতগাত্র সংলগ্ন গাঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়ে ভারতের গঙ্গা নদী (২৫৮ কিমি) রাজশাহী জেলার পাশ দিয়ে পদ্মা (১২০ কিমি) নামে বাংলাদেশে প্রবেশ করেছে।
» বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফুলী (১৬০ কিমি)। » কর্ণফুলি চট্টগ্রাম অঞ্চলের মূল নদী। » এর উৎপত্তিস্থল মিজোরামের (ভারত) লুসাই পাহাড়। » নাগা-মণিপুর জলবিভাজিকার দক্ষিণ ঢালে উৎপন্ন হয়ে আসামের বরাক নদী সিলেট সীমান্তে দু'শাখায় (সুরমা ও কুশিয়ারা) বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। » বাংলাদেশ ও মিয়ানারকে বিভক্তকারী নদী নাফ এর দৈর্ঘ্য ৫৬ কিমি।
নদীর নাম দৈর্ঘ্য (কি.মি) প্রবাহিত এলাকা (দৈর্ঘ্য)
০১. আড়িয়াল খাঁ নদীর দৈর্ঘ্য কত?
১৬০
ফরিদপুর (১০২), বরিশাল (৫৮)
০২. বাংশী নদীর দৈর্ঘ্য কত?
২৩৮
ময়মনসিংহ (১৯৮), ঢাকা (৪০)
০৩. বেতনা-খোলটুয়া নদীর দৈর্ঘ্য কত?
১৯১
যশোর (১০৩), খুলনা (৮৮)
০৪. ভদ্রা নদীর দৈর্ঘ্য কত?
১৯৩
যশোর (৫৮), খুলনা (১৩৫)
০৫. ভৈরব নদীর দৈর্ঘ্য কত?
২৫০
যশোর, খুলনা
০৬. ভোগাল-কংস নদীর দৈর্ঘ্য কত?
২২৫
ময়মনসিংহ (২২৫)
০৭. ব্রহ্মপুত্র-যমুনা (২০৭)
২৭৬
রংপুর (১৪০), পাবনা (১৩৬)
০৮. বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
২৭
ঢাকা (২৭)
০৯. চিত্রা নদীর দৈর্ঘ্য কত?
১৭০
কুষ্টিয়া (১৯), যশোর (১৫১)
১০. ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য কত?
২০৭
কুমিল্লা (১৯), নোয়াখালী (২৭)
১১. ধলেশ্বরী নদীর দৈর্ঘ্য কত?
১৬০
ময়মনসিংস, ঢাকা
১২. ধনু-বৌলাই- ঘোড়াইত্রা নদীর দৈর্ঘ্য কত?
২৩৫
ময়মনসিংহ (১২৬), সিলেট (১০৯)
১৩. দোনাই-চরলকাটা - যমুনেশ্বরী-করতোয়া নদীর দৈর্ঘ্য কত?
৪৫০
রংপুর (১৯৩), বগুড়া (১৫৭), পাবনা (১০০)
১৪. গঙ্গা (২৫৮) - পদ্মা (১২০) নদীর দৈর্ঘ্য কত?
৩৭৪
রাজশাহী (১৪৫), পাবনা (৯৮), ঢাকা এবং ফরিদপুর (১৩৫)
১৫. গড়াই-মধুমতি - বলেশ্বর নদীর দৈর্ঘ্য কত?
৩৭১
কুষ্টিয়া (৩৭), ফরিদপুর (৭১), যশোর (৯২), খুলনা (১০৪), বরিশাল (৬৭)
১৬. ঘাঘট নদীর দৈর্ঘ্য কত?
২৩৬
রংপুর (২৩৬)
১৭. করতোয়অ-আত্রাই - গুর-গুমানি-হুরসাগর নদীর দৈর্ঘ্য কত?
৫৯৭
দিনাজপুর (২৫৯), রাজশাহী (২৫৮), পাবনা (৮০)
১৮. কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত?*
১৮০
পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম
১৯. কপোতাক্ষ নদীর দৈর্ঘ্য কত?
২৬০
যশোর (৮০), খুলনা (১৮০)
২০. কুমার নদীর দৈর্ঘ্য কত?
১৬২
যশোর, ফরিদপুর
২১. কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত?
২২৮
সিলেট (২২৮)
২২. ছোট ফেনী- ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য কত?
১৯৫
নোয়াখালী (৯৫), কুমিল্লা (১০০)
২৩. লোয়ার মেঘনা নদীর দৈর্ঘ্য কত?
১৬০
চাঁদপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত
২৪. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত?
২৮৭
পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম
২৫. মাথাভাঙা নদীর দৈর্ঘ্য কত?
১৫৬
রাজশাহী (১৬), কুষ্টিয়া (১৪০)
২৬. নবগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
২৩০
কুষ্টিয়া (২৬), যশোর (২০৪)
২৭. পুরাতন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত?
২৭৬
ময়মনসিংহ (২৭৬)
২৮. পুনর্ভবা নদীর দৈর্ঘ্য কত?
১৬০
দিনাজপুর (৮০), রাজশাহী (৮০)
২৯. রূপসা-পসুর নদীর দৈর্ঘ্য কত?
১৪১
খুলনা (১৪১)
৩০. সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত? ***
১৭৩
পার্বত্য চট্টগ্রাম (৯৩), চট্টগ্রাম
৩১. সুরমা-মেঘনা নদীর দৈর্ঘ্য কত?
৬৭০
সিলেট (২৯০), কুমিল্লা (২৩৫), বরিশাল (১৪৫)
৩২. তিস্তা নদীর দৈর্ঘ্য কত?
১১৫
রংপুর (১১৫)
৩৩. মেঘনা নদীর দৈর্ঘ্য কত?***
৩৩০
কাকুরিয়া থেকে বঙ্গোপসাগর
৩৪. পদ্মা নদীর দৈর্ঘ্য কত?**
৩১৫
গোদাগাড়ি থেকে চাঁদপুর
৩৫. যমুনা নদীর দৈর্ঘ্য কত? **
২৯১
নুনখাওয়া থেকে আরিচা
৩৬. সুরমা নদীর দৈর্ঘ্য কত? ***
২৪৫
অমলসিদ থেকে কাকুরিয়া
৩৭. পুরাতন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত?
২৪০
দেওয়ানগঞ্জ থেকে ভৈরব
৩৮. কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত?
২২৮
অমলসিদ থেকে আকুরিয়া
৩৯. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
১৬০
পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম
৪০. তিস্তা নদীর দৈর্ঘ্য কত?
১১৫
রংপুর (১১৫)
৪১. নাফ নদীর দৈর্ঘ্য কত? ***
৬৪
বাংলাদেশ, মিয়ানমার
৪২. হালদা নদীর দৈর্ঘ্য কত?
৮০.৪৫
চট্টগ্র্রাম
৪৩. রূপসা-পসুর নদীর দৈর্ঘ্য কত?
১৪১
খুলনা (১৪১)
Copyright © Sabyasachi Bairagi