logo
the biggest site of
General Knowledge
for knowledge seekers

Branches, Old Name and Barrages of Rivers
বিভিন্ন নদীর শাখানদী, উপনদী, বর্তমান ও পুরাতন নাম এবং নদীর উপর বাধ

» পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়। » নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে তাকে উপনদী বলে। » অন্য কোথাও থেকে উৎপত্তি লাভ করে কোন নদী যখন অপর কোন নদীতে পতিত হয় তাকে শাখা নদী বলে। » বাংলাদেশের মধ্যদিয়ে প্রবহমান ৫৮ টি আন্তর্জাতিক নদী রয়েছে। » ৫৮ টি নদীর মধ্য ৫৫ টি এসেছে ভারত থেকে। » ৩ টি এসেছে মিয়ানমার থেকে।» ৫৮ টি নদীর সবগুলোই মিশেছে বঙ্গোপসাগরে।
» টিপাইমুখ বাঁধ সিলেট শহর হতে ১০০ মাইল বা ১৬১ কিমি এবং জকিগঞ্জ থেকে ২৫ কিমি দূরে ভারতের মণিপুর রাজ্যের বরাক ও তুই ভাই নদীর মিলনস্থলে চোরা চাঁদপুর জেলার টিপাইমুখ গ্রামের ফুলেরতলা এলাকায় নির্মিত বাঁধ। » ফারাক্কা বাঁধ মনোহরপুর (ভারত) এ গঙ্গা নদীর উপর নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালের ৩০ জানুয়ারি এবং শেষ হয় ১৯৭৪ সালে। » ৫ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় নভেম্বর ১৯৭৭ সালে, দুই বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ৪ অক্টোবর, ১৯৮২ সালে, তিন বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ২২ নভেম্বর, ১৯৮৫ সালে এবং ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে নয়াদিল্লি (ভারত) এবং ৪ নভেম্বর, ১৯৯৭ গঙ্গা পানি বণ্টন চুক্তি কার্যকর হয়। ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার চুক্তি হয়।
Branches of Some Rivers
কয়েকটি নদীর শাখা নদী
নদীর নাম
  শাখা নদী
» পদ্মা ***
:
মাথাভাঙা, গড়াই, কুমার, বড়াল, মধুমতি, ভৈরব, আড়িয়াল খাঁ, ইছামতি, শিবসা
» যমুনা ***
:
ধলেশ্বরী, বুড়িগঙ্গা
» ব্রহ্মপুত্র *
:
যমুনা, বংশী, শীতলক্ষ্যা, বানার, শ্রীকালী, সাতিয়া,ধলেশ্বরী, মধুমতি, মাথাভাঙ্গা
» মাথাভাঙা
:
চিত্রা, নবগঙ্গা
» ধলেশ্বরী ***
:
বুড়িগঙ্গা
Sub-Rivers of Some Rivers
কয়েকটি নদীর উপনদী
নদীর নাম
উপনদী
» পদ্মা
:
মহানন্দা, কপোতাক্ষ, পুনর্ভবা, নাগর, কুলিক, টাঙ্গন
» মেঘনা **
:
গোমতী, তিতাস, মনু, বাউলাই, খোয়াই
» ব্রহ্মপুত্র **
:
তিস্তা, ধরলা, দুধকুমার, করতোয়া, আত্রাই
» কর্ণফুলী *
:
হালদা, বোয়ালখালী, কাসালং
» মহানন্দা ***
:
পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিখ ও টাঙন
» যমুনা *
:
করতোয়া, আত্রাই, তিস্তা, ধরলা, গঙ্গা, তুলসী, নারদ, যমুনেশ্বরী, শিব, দুধকুমার
» কুশিয়ারা
:
মনু
Old and New Name of Rivers
নদীর বর্তমান ও পুরাতন নাম
বর্তমান নাম  
  পুরাতন / অপর নাম
» পদ্মা ***
:
কীর্তিনাশা, নলিনী, গঙ্গা (ভারত)
» যমুনা ***
:
জোনাই
» ব্রহ্মপুত্র ***
:
লৌহিত্য, সানপো (তিব্বতে), ডিহং (আসামে)
» মেঘনা ***
:
বরাক (উৎপত্তিস্থলে)
» বুড়িগঙ্গা ***
:
দোলাই, ধোলাই খাল
Barrages Built by India
ভারত কর্তৃক নির্মিত ব্যারেজ
ব্যারেজের নাম
যে নদীর উজানে
» ফারাক্কা ব্যারেজ ***
:
গঙ্গা
» মহানন্দা ব্যারেজ
:
মহানন্দা
» তিস্তা ব্যারেজ ***
:
তিস্তা
» মনু ব্যারেজ
:
মনু
» খোয়াই ব্যারেজ
:
খোয়াই
» মহারানী ব্যারেজ
:
গোমতী
» কালসি ব্যারেজ
:
মুহুরী
Copyright © Sabyasachi Bairagi