logo
the biggest site of
General Knowledge
for knowledge seekers

বিভাগীয় জেলা রাজশাহী
Divisional District Rajshahi

» প্রশাসনিক ইউনিট হিসেবে রাজশাহী বিভাগের সৃষ্টি হয় ১৮২৯ খ্রিস্টাব্দে। » তখন বিভাগীয় সদর দপ্তর ছিল মুর্শিদাবাদে। » মুর্শিদাবাদ, মালদাহ, জলপাইগুড়ি রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী এ আটটি জেলা নিয়ে গঠিত ছিল তদানিন্তন রাজশাহী বিভাগ। » পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর স্থানান্তরিত হয় জলপাইগুড়িতে। » ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পুনরায় বিভাগীয় সদর দপ্তর রাজশাহীতে স্থানান্তরিত হয়। » ১৯৮৪ সালে রাজশাহীর ৪টি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয়।
» পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ন এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদীয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। » অনুমান করা হয় ‘রামপুর’ এবং ‘বোয়ালিয়া’ নামক দু’টি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল। » প্রাথমিক পর্যায়ে ‘রামপুর-বোয়ালিয়া’ নামে অভিহিত হলেও পরবর্তীতে রাজশাহী নামটিই সর্ব সাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে। » বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত, তার আরম্ভ ১৮২৫ সাল থেকে। বর্তমান রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৭৭ বর্গ কিমি.। » বৃহত্তম জেলা নওগাঁ (৩,৪৩৫ বর্গ কিমি) এবং ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট (৯৬৫ বর্গ কিমি)। » রাজশাহী বিভাগে উপজেলা ৬৭টি, ইউনিয়ন ৫৬৪টি, গ্রাম ১৪,০৭৫টি এবং মৌজার সংখ্যা ১০,১৩৪টি। রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশন ১টি, জেলা ৮টি, পৌরসভা ৬১টি এবং জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৯টি।
রাজশাহী বিভাগের ০৮টি জেলা
০১. রাজশাহী | ০২. নওগাঁ| ০৩. চাঁপাইনবাবগঞ্জ | ০৪. বগুড়া | ০৫. নাটোর | ০৬. জয়পুরহাট | ০৭. পাবনা | ০৮. সিরাজগঞ্জ |

রাজশাহী জেলার নামকরনের ইতিহাস
(ক) ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়র মতে রাজশাহী রাণী ভবানীর দেয়া নাম। (খ) অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। এই নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনীও রয়েছে। (গ) সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা-জমিদারের বসবাস, এজন্য এ জেলার নাম হয়েছে রাজশাহী। (ঘ) কেউ বলেন রাজা গণেশের সময় (১৪১৪ খ্রি. থেকে ১৪১৮খ্রি.) রাজশাহী নামের উদ্ভব।
রাজশাহী জেলার ১৩টি মেট্রোপলিটন পুলিশ থানা
০১. পটিয়া ০২. পবা ০৩. রাজপাড়া ০৪. বাঘমারা ০৫. তানোর ০৬. বোয়ালিয়া ০৭. মোহনপুর ০৮. চারঘাট ০৯. বাঘা ১০. গোদাগাড়ী ১১. দুর্গাপুর ১২. মতিহার ও ১৩. শাহমখদুম

রাজশাহী জেলার ০৯টি উপজেলা
০১. বাঘা ০২. বাঘমারা ০৩. চারঘাট ০৪. দুর্গাপুর ০৫. গোদাবাড়ী ০৬. মোহনপুর ০৭. পবা ০৮. পটুয়া ও ০৯. তানোর

রাজশাহী জেলার ১৪টি পৌরসভা
০১. বাঘা ০২. কাটাখালি ০৩. চারঘাট ০৪. দুর্গাপুর ০৫. গোদাবাড়ী ০৬. পুঠিয়া ০৭. তানোর ০৮. কাননহাট ০৯. মুন্ডুমালা ১০. নওহাটা ১১. কেশর ১২. ভবানিগঞ্জ ১৩. তাহেরপুর ১৪. আড়ানি
রাজশাহী জেলার ২৩টি পোস্ট কোড
SL.
Thana
Sub Office
Post Code
০১.
Bagha
Arani
6281
০২.
Bagha
Bagha
6280
০৩.
Bhabaniganj
Bhabaniganj
6250
০৪.
Bhabaniganj
Taharpur
6251
০৫.
Charghat
Charghat
6270
০৬.
Charghat
Sarda
6271
০৭.
Durgapur
Durgapur
6240
০৮.
Godagari
Godagari
6290
০৯.
Godagari
Premtoli
6291
১০.
Khod Mohanpur
Khodmohanpur
6220
১১.
Lalitganj
Lalitganj
6210
১২.
Lalitganj
Rajshahi Sugar Mills
6211
১৩.
Lalitganj
Shyampur
6212
১৪.
Putia
Putia
6260
১৫.
Rajshahi Sadar
Binodpur Bazar
6206
১৬.
Rajshahi Sadar
Ghuramara
6100
১৭.
Rajshahi Sadar
Kazla
6204
১৮.
Rajshahi Sadar
Rajshahi Canttonment
6202
১৯.
Rajshahi Sadar
Rajshahi Court
6201
২০.
Rajshahi Sadar
Rajshahi Sadar
6000
২১.
Rajshahi Sadar
Rajshahi University
6205
২২.
Rajshahi Sadar
Sapura
6203
২৩.
Tanor
Tanor
6230

রাজশাহী জেলার নদ-নদী
¤ পদ্মা ¤ যমুনা ¤ আত্রাই ¤ মহানন্দা ¤ বড়াল ¤ কম্পো

রাজশাহী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান
¤ সাফিনা পার্ক ¤ সরমংলা ইকোপার্ক ¤ পুঠিয়া মন্দির ¤ গোয়ালকান্দি জমিদার বাড়ি ¤ সাধনপুর পঙ্গুশিশু নিকেতন ¤ হাওয়াখানা ¤ তুলসি ক্ষেত্র ¤ গজমতখালী ব্রীজ ¤ নিশিন্দা রাজের ধ্বংসস্তুপ ¤ পুঠিয়া রাজবাড়ী ¤ বরেন্দ্র গবেষণা জাদুঘর ¤ শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা ¤ রাজশাহী জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা ¤ পোরশা জমিদার বাড়ি ¤ পুঠিয়া রাজবাড়ি ¤ বড়কুঠি, সিরইল রেশম-নীল ব্যবসায়ীদের কীর্তি ¤ বাঘা ছোট সোনা মসজিদ ¤ হযরত শাহ মখদুম (র) এর মাজার ¤ শিব মন্দির ¤ বরেন্দ্র অনুসন্ধান সমিতির জাদুঘর ¤ পুলিশ ট্রেনিং একাডেমী ¤ চিড়িয়াখানা ¤ পদ্মা নদীর বাঁধ ¤ রাজশাহী বিশ্ববিদ্যালয় ¤ রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ¤ ভুবন মোহন পার্ক ¤ পুলিশ ট্রেনিং একাডেমী
Copyright © Sabyasachi Bairagi