কম্পিউটারের প্রকারভেদ
|
|
প্রশ্নঃ কম্পিউটার কত প্রকার ও কী কী? | |
উত্তরঃ ক) প্রয়োগ ক্ষেত্রের ভিত্তিতে কম্পিউটার ২ প্রকার। যথা-
» ১. সাধারণ কম্পিউটার (General Computer): যে কম্পিউটার দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম সম্পাদন করা যায় তাকে সাধারণ কম্পিউটার বলে।
» ২. বিশেষ কম্পিউটার (Special Computer): কোন একটি বিশেষ উদ্দেশ্য সম্পাদনের জন্য যে কম্পিউটার তৈরি ও ব্যবহার করা হয় তাকে বিশেষ কম্পিউটার বলে।
|
|
খ) গঠনরীতির ভিত্তিতে কম্পিউটার ৩ প্রকার। যথা- | |
উত্তরঃ » ১. এনালগ কম্পিউটার (Analog Computer): অনবরত পরিবর্তনশীল ডাটা এনালগ কম্পিউটারে ইনপুট করা হলে কম্পিউটার ডাটা প্রসেসিং করে ফলাফল মিটার বা কাটার সাহায্যে প্রকাশ করে থাকে।
» ২. ডিজিটাল কম্পিউটার (Digital Computer): এ কম্পিউটার বাইনারী পদ্ধতিতে ০ এবং ১ এর উপস্থিতিতে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চালু অথবা বন্ধ থাকার ভিত্তিতে ডাটা সংগ্রহের কাজ করে।
» ৩. হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer): এনালগ (Analog) ও ডিজিটাল (Digital) কম্পিউটার প্রযুক্তির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
|
|
গ) ডিজিটাল কম্পিউটার (Digital Computer): ডিজিটাল কম্পিউটার আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথা- | |
উত্তরঃ » ১. সুপার কম্পিউটার (Super Computer): সুপার কম্পিউটার হল সর্বাধিক শক্তিশালী, সর্বোচ্চ দ্রুতগতিসম্পন্ন ও অত্যন্ত ব্যয়বহুল একটি কম্পিউটার। এটি কোন একটি বিশেষ কাজ করার জন্য তৈরি করা হয়।
উদানরণঃ CYBER-205, CRAY-1, SUPER-SX11 ইত্যাদি।
» ২. মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer): মেইনফ্রেম কম্পিউটার একই সাথে শতাধিক ব্যবহারকারী টাইম শেয়ারিং পদ্ধতিতে ব্যবহার করতে পারে।
উদাহরণঃ IBM 4300, IBM 4342, CYBER 170 ইত্যাদি।
» ৩. মিনি কম্পিউটার (Mini Computer): এ কম্পিউটারে একাধিক ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহৃত হয় এবং টারমিনালের সাহায্যে প্রায় শতাধিক ব্যবহারকারী কাজ করতে পারে।
উদাহরণঃ IBM S/34, IBM S/36, PDP-II ইত্যাদি।
» ৪. মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার (Micro Computer or Personal Computer): সাধারণত এ কম্পিউটার একটি প্রধান মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট, আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত।
উদাহরণঃ IBM PC PS/2, APPLE POWER ইত্যাদি।
|
|
S3 Kinds of Computer কম্পিউটারের প্রকারভেদ #2 | |
Copyright © Sabyasachi Bairagi
|