সংক্ষিপ্ত প্রশ্নত্তর আন্তর্জাতিক
|
|
Back | New Questions নতুন প্রশ্নের জন্য New Questions বাটনে ক্লিক করুন। | |
» | বিশ্বের বৃহত্তম মরুভূমি হল সাহারা এটি উত্তর আফ্রিকায় অবস্থিত। লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদানের বিস্তৃীর্ণ অংশ সাহারা মরুভূমির অন্তর্গত। এর আয়তন ৮৪ লক্ষ বর্গ কিলোমিটার। |
» | পামীর মালভূমি মধ্য এশিয়ায় অবস্তিত। একে পৃথিবীর ছাদ বলাহয়। |
» | ইন্দোচীনের দেশ ৩টি হল ১। ভিয়েতনাম, ২। কম্বোডিয়া ও ৩। লাওস। |
» | কালাহারি মরুভূমি আফ্রিকার বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকায় অবস্তিত। |
» | বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দ্বীপের সংখ্যা ১৭,০০০। |
» | উত্তর গোলার্ধে বড় দিন ২১ জুন, ছোট দিন ২২ ডিসেম্বর এবং দিন-রাত্রি সমান ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর। |
» | ইন্দোচীনের দেশ ৩টি হল ১। ভিয়েতনাম, ২। কম্বোডিয়া ও ৩। লাওস। |
» | ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। এটি তাঞ্জানিয়া, উগান্ডা, ও কেনিয়ার মধ্যে অবস্থিত। |
» | মধ্য এশিয়ার দেশগুলো হল ১। কাজাখস্তান, ২। কিরঘিজিস্তান, ৩। উজবেকিস্তান, ৪। তুর্কিমেনিস্তান, ৫। তাজিকিস্তান ও ৬। আজারবাইজান। |
» | পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, আফ্রিকা দৈর্ঘ্য ৬৮২৫ কিমি। |
» | পৃথিবীর সর্বোনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ যা ১০,৯২০ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভির। |
» | স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ হল ১। ফিলন্যান্ড, ২। সুইডেন, ৩। ডেনমার্ক, ৪। আইসল্যান্ড ও ৫। নরওয়ে। |
» | ফিনল্যান্ডে ৮৪,০০০ হ্রদ রয়েছে। একে হাজার হ্রদের দেশ বলা হয়। |
» | মধ্য এশিয়ার দেশগুলো হল ১। কাজাখস্তান, ২। কিরঘিজিস্তান, ৩। উজবেকিস্তান, ৪। তুর্কিমেনিস্তান, ৫। তাজিকিস্তান ও ৬। আজারবাইজান। |
» | পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ১৫২০ মিটার। |
New Questions | |
Copyright © Sabyasachi Bairagi
|