Poets' Name, Language and Country
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
» রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। » ১৯১৩ সালে কবি তার গীতাঞ্জলি (১৯১০) কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। » জীবনের শেষদিকে রচিত 'রক্তকরবী' (১৯৩৩) কে বলা হয় রবীন্দ্রনাথের রচিত শ্রেষ্ঠ নাটক।
» বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করনে। » ভারত সরকারে অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং ১৯৭৬ সালের ১৮ ফ্রব্রুয়ারি কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। » কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা 'বাউন্ডেলের আত্মকাহিনী' (১৯১৯), প্রথম কবিতা 'মুক্তি' (১৯১৯) এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)।
» হিন্দি কবি শ্রী তুলসীদাস (বাল্য নাম রামবোলা) ১৫৩২ সালে ভারতের বাঁদা জেলার রাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। » তিনি আওধী (পূর্বী হিন্দি) ভাষায় 'রামচরিতমানস' কাব্য রচনা করেন।
» 'শাহনামা' এর রচয়িতা পারস্যের কবি ফেরদৌসি গজনীর সুলতান মাহমুদের দরবারের কবি ছিলেন। » পারস্যের মরমী কবি, গণিতিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়াম তার 'রুবাঈয়াত' গ্রন্থের জন্য বিখ্যাত হয়ে আছেন।
» ইংল্যান্ডের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার শেক্সপিয়রের বিখ্যাত গ্রন্থাবলীর মধ্যে 'জুলিয়াস সিজার', 'ম্যাকবেথ', 'মার্চেন্ট অব ভেনিস', 'হ্যামলেট', 'অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা' বিশেষ উল্লেখযোগ্য। » কবি অ্যালেক্সান্ডার সের্গিয়েইয়েভিচ পুশকিন ১৭৯৯ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। » আধুনিক রুশ লেখ্য ভাষার জন্মদাতা এবং রুশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও প্রথম কথাসাহিত্যিক। » তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস 'ইভগিয়েনি আনিয়েগিন'।
» জন মিল্টনকে ইংল্যান্ডের রেনেসাঁস যুগের সর্বশেষ প্রতিভূ বলা হয়। » তার কালজয়ী মহাকাব্য 'Paradise Lost'। » পুবলিউস ভের্গিলিউস মারো (ভার্জিল) খ্রিস্টপূর্ব ৭০ অব্দে ইতালি জন্মগ্রহণ করেন। » তার অমর ও কালজয়ী মহাকাব্য 'ঈনীদ'।
» প্রাচীন গ্রিক কবি এবং ইউরোপের আদিকবি রূপে খ্যা 'ওমোরোস' (হোমার) পৃথিবীর ৪ টি জাত মহাকাব্যের ২ টি (ইলিয়াড ও ওডিসি) তার রচনা। » ইওহান ভোলফগাং ফন গ্যেটে ১৭৪৯ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন। » তার 'ফাউস্ট' নামক কাব্য নাটক বিশ্ব সাহিত্যের অতুলনীয় সম্পদ। » রুশ ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্যকার ম্যাক্সিম গোর্কির 'মা' (Mother) উল্লেখযোগ্য গ্রন্থ।
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Copyright © Sabyasachi Bairagi
|